Breaking News

করোনা আক্রান্তের সব রেকর্ড ভেঙ্গে আজ নতুন শনাক্ত ১৮৭৩ , নতুন মৃত্যু ২০ (ভিডিও সরাসরি)

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২০৭৮ জনে। গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা করা হয়েছে ১০৮৩৪ টি।

এছাড়া একদিনে (গত ২৪ ঘণ্টায়) আরো ২০জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯৬ জন। মোট সুস্থ ৬৪৮৬ জন।

শনিবার, (২৩ মে) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে গতকাল ২২ মে স্বাস্থ্য অধিদপ্তর জানায় , গত ২৪ ঘন্টায় নতুন করে আরো করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬৯৪ জন এবং গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরো ২৪ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়ানো হয় সেই ছুটি, যা এখনও অব্যাহত আছে।

২৩ মে (শনিবার) এর আপডেট
 
গত ২৪ ঘণ্টায় মোট
শনাক্ত ১৮৭৩ ৩২০৭৮
মৃত্যু ২০ ৪৫২
সুস্থ ২৯৬ ৬৪৮৬
পরীক্ষা ১০৮৩৪ ২৩৪৬৭৫

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *